Arijit Singh
Yo Yo Honey Singh
Amitabh Bhattacharya
Ei Fagune Lyrics (এই ফাগুনে) | Imran | Oyshee | Robiul Islam Jibon Lyrics - Imran and Oyshee

Collection Imran and Oyshee

Ei Fagune Lyrics (এই ফাগুনে) | Imran | Oyshee | Robiul Islam Jibon Lyrics

 Lyrics Forest   435


Ei Fagune Lyrics (এই ফাগুনে) | Imran | Oyshee | Robiul Islam Jibon lyrics (Primary language)

এই ফাগুনে আমি 

তোমার মনের বাড়ি যাবো। 

প্রেমেরই রঙে রঙে 

তোমায় আমি রাঙাবো। 

 

তোমার মতো এমন মানুষ 

কোথায় আমি পাবো ..

কোথায় আমি পাবো

কোথায় আমি পাবো,

কোথায় আমি পাবো ও..

 

এই ফাগুনে আমি 

তোমার মনের বাড়ি যাবো। 

প্রেমেরই রঙে রঙে 

তোমায় আমি রাঙাবো।।

 

দূরে গেলেও যেন তুমি 

থাকো অনেক কাছে,

তোমার জন্য বুকে আমার 

প্রেম যে জমা আছে। 

 

ও.. বুঝবে আমি কত 

আপন তোমার যদি ভাবো .. 

 

কোথায় আমি পাবো

কোথায় আমি পাবো,

কোথায় আমি পাবো ও..

 

এই ফাগুনে আমি 

তোমার মনের বাড়ি যাবো। 

প্রেমেরই রঙে রঙে 

তোমায় আমি রাঙাবো।।

তোমার মনের ভালো মন্দ 

সবই আমি বুঝি,

দুচোখ বুজে সারা নিশি 

স্বপ্নে তোমায় খুঁজি। 

 

বুঝবে আমি কত 

আপন তোমার যদি ভাবো .. 

 

কোথায় আমি পাবো

কোথায় আমি পাবো,

কোথায় আমি পাবো ও..

 

এই ফাগুনে আমি 

তোমার মনের বাড়ি যাবো। 

প্রেমেরই রঙে রঙে 

তোমায় আমি রাঙাবো।।

 

Ei Fagune Lyrics (এই ফাগুনে) | Imran | Oyshee | Robiul Islam Jibon lyrics in English

Ei phagune ami

Tomar moner bari jabo

Premeri ronge ronge

Tomay ami rangabo

 

Tomar moto emon manush

Kothay ami pabo

Kothay ami pabo

Ei fagune ami

TOmar moner bari jabo

Premeri ronge ronge

Tomay ami rangabo

 

Dure geleo jeno tumi

Thako onek kache

Tomar jonno buke amar

Prem je joma ache

Bujhbe ami koto

Apon tomar jodi vabo

 

Tomar moner valo mondo

Sobi ami bujhi

Duchokh buje sara nishi

Shopne tomay khuji

Bujhbe ami koto

Apon tomar jodi vabo